চেয়ারম্যানের বার্তা
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা বিনির্মাণে শিক্ষার মানোন্নয়ন অপরিহার্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেন এবং বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষাকে সংবিধানে অন্তর্ভুক্ত করেন। তার সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানসম্মত শিক্ষা এবং তথ্য প্রযুক্তি নির্ভর মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে 'রূপকল্প ২০২১ ও ২০৪১' ঘোষণা করেন। এসডিজি-৪ এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে শিক্ষার সার্বিক গুণগত মানোন্নয়ন এবং সময়োপযোগী শিক্ষা গ্রহণ। ২০০৯ সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত শিক্ষা সংক্রান্ত সকল কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করে ২০৪১ সালের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট প্রজন্ম সৃষ্টি করতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।
প্রিয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিবন্ধিত প্রত্যয়নপত্রধারী/নিয়োগ প্রত্যাশীগণ ও সংশ্লিষ্ট অংশীজন এবং বিভিন্ন প্রতিষ্ঠান হতে আগত সেবা প্রত্যাশীগণ, আপনারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর সেবা প্রার্থী। এনটিআরসিএ আপনাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং দিতে আগ্রহী। আমরা আপনাদের সর্বাত্মক সেবাদানের মাধ্যমে সন্তুষ্ট করতে বদ্ধপরিকর। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের কর্ম-সংস্থান নিশ্চিত করা। সরকার দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ না করে সার্বিক শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়-এ বিষয়টি অনুধাবন করে ২০০৫ সালে এনটিআরসিএ প্রতিষ্ঠা করা হয় এবং ২০১৫ সালে এনটিআরসিএ-কে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম প্রবেশ পর্যায়ের (এন্ট্রি লেভেল) শূন্য পদে মেধারভিত্তিতে নিয়োগ সুপারিশের দায়িত্ব প্রদান করা হয়। বিগত ১৯ (ঊনিশ) বছরে এনটিআরসিএ সরকারের দিক নির্দেশনা এবং পরামর্শমতে নিজেদের সক্ষমতা ব্যাপক হারে বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। এনটিআরসিএ এখন মানসম্পন্ন শিক্ষক নিয়োগে সুপারিশ করার সক্ষমতা অর্জন করেছে। জাতীয় শিক্ষার মান উন্নয়ন, সুশাসন ও জবাবদিহিমূলক শিক্ষা খাত গড়ে তোলা এবং শিক্ষার রূপান্তরের কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আপনাদের সহযোগিতা ও সহমর্মিতা একান্তভাবে কামনা করি।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫ (২০০৫ সনের ১নং আইন) এর মাধ্যমে ২০০৫ সালে এনটিআরসিএ প্রতিষ্ঠিত করা হয়। উক্ত আইনের ১০নং ধারায় এনটিআরসিএ-কে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের তালিকা প্রণয়ন, নিবন্ধন ও প্রত্যয়নের দায়িত্ব দেয়া হয়। উক্ত আইনের ধারা ২১ এর আলোকে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণের জন্য বিধিমালা প্রণয়ন করা হয়। বিধিমালার মাধ্যমে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ করে যোগ্য শিক্ষকদের তালিকা প্রণয়ন করে এবং প্রত্যয়নপত্র প্রদান করে। উক্ত প্রত্যয়নপত্রের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি নিয়োগ প্রদান করে। ২০১৫ সালে শিক্ষা মন্ত্রণালয় হতে ৩০ ডিসেম্বর, ২০১৫ তারিখের ৩৭.০০.০০০০.০৭১.০৮.০০৮.০৫ (অংশ)-১০৮১ নং পরিপত্র জারি করা হয়। উক্ত পরিপত্রের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের (যেমন: সহকারী শিক্ষক, প্রভাষক, প্রদর্শক, ট্রেড ইন্সট্রাক্টর, সহকারী মৌলভী- ইত্যাদি) শূন্য পদে মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচনের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণের জন্য অর্থাৎ নিয়োগ সুপারিশ প্রদানের দায়িত্ব প্রদান করা হয়। এনটিআরসিএ-এর সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি নিয়োগ প্রদান করে। ২০১৬ সাল হতে ৪র্থ গণবিজ্ঞপ্তি পর্যন্ত ১,১৩,২৪০ (এক লক্ষ তের হাজার দুইশত চল্লিশ) জন প্রার্থীকে এনটিআরসিএ কর্তৃক নিয়োগ সুপারিশ প্রদান করা হয়েছে। আগামী পঞ্চম গণবিজ্ঞপ্তি অচিরেই প্রকাশ করা হবে। যা জাতীয় জীবনে বেকারত্ব দূরীকরণে এবং অর্থনৈতিক গতি সঞ্চারণে অনন্য সহায়ক ভূমিকা পালন করবে। আপনাদের ব্যক্তিগত ও সমষ্টিগত ঐকান্তিক সহযোগিতা ব্যতীত এ বিশাল লক্ষ্য অর্জন কিছুতেই সম্ভব হবে না।
এনটিআরসিএ একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান এবং এ প্রতিষ্ঠানে কর্মরত সকলেই আমরা নিঃশর্ত ও নিঃস্বার্থ সেবা দিতে বদ্ধ পরিকর বলে আমরা গর্ববোধ করি। এ প্রতিষ্ঠানে কেউ যদি আপনাকে কাঙ্খিত সেবা দিতে অস্বীকৃতি জানায় বা কেউ যদি আপনার প্রাপ্য সেবা/কাজের জন্য কোনো অর্থ বা সুবিধা দাবি করে তবে তা সরাসরি চেয়ারম্যান, এনটিআরসিএ-কে ০২-৪১০৩০০৪৩ নম্বর ফোনে (অফিস চলাকালীন) অথবা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ০১৬৩৫৪৮৫৮০১ মোবাইল নম্বরে (অফিস চলাকালীন) অবহিত করা যাবে। প্রত্যাশিত সেবা প্রদানে শিথিলতা পরিলক্ষিত হলে বা দুর্নীতির সামান্যতম ইঙ্গিত পেলে সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়-কে অবহিত করে এ প্রতিষ্ঠানকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখতে এবং এ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী কর্তৃক প্রত্যাশিত সেবা প্রদানে আপনাদের আন্তরিক সমর্থন কামনা করছি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্পন্ন শিক্ষক নিয়োগে সরকারের এ মহতী প্রচেষ্টায় আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
শুভকামনায়
চেয়ারম্যান, এনটিআরসিএ